লোগো একটি শব্দ বা ইমেজের মাধ্যমে এক সাথে অনেক কিছুর বহি-প্রকাশ।লোগো একটা ডিজাইন যেখান কিছু বিষয় থাকবে যেটা সহজে চেনা যায় সহজে মনে রাখা যায়। লোগো বানানোটা খুব কঠিন কিছু না। ফটোশপ বা ইলাস্ট্রেটরের সামান্য জ্ঞান থাকলেই আপনি লোগো ডিজাইন করতে পারবেন। কিন্তু যদি না থাকে? তাহলে খুবই দুরুহ কাজ বৈকি। অনেকটা সাইকেল চালানো শেখার আগে দুই চাকার একটা জিনিস কিভাবে পড়ে না গিয়ে চলতে থাকে এমন চিন্তার মতো। কি কি জিনিস জানা লাগবে লোগো ডিজাইন করতে গেলে চলুন জেনে নেয়া যাক……